ডাকিনী_বউ
# ডাকিনী_বউ . ১ম পর্ব . রাত এখন আর কয়টা বাজে! হয়তো সর্বোচ্চ এগাড়োটা বাজে। কিন্তু রাস্তাঘাট আর আমার এলাকাটা এতোটা ফাঁকা ফাঁকা লাগছে কেনো?! আশেপাশে কোন মানুষতো দুরে থাক! কোন কুকুরেরো চিহ্ন নেই। আমার এলাকাতো আগে এমন ছিলো না! আগে রাত ১ টা পর্যন্তও মানুষকে রাস্তায় ঘুরাঘুরি করতে দেখা যেতো। কিন্তু আজ একটাও মানুষ নেই! কিন্তু আজ যে আমার একটা তাজা মানুষের তাজা রক্ত আর মাংস লাগবেই। একটা জীবিত মানুষ বা তার লাশকে যদি বাড়িতে নিয়ে যেতে না পারি তাহলে যে আজ আর আমার কোন রেহাই নেই। হয়তো এই অভিশপ্ত অবস্থাতেই আজ আমার মৃত্যু ঘটবে! আমার হাতের মধ্যে একটা দাড়ালো ছুরি রয়েছে। এখন যদি আমি যেকোন একটা মানুষকেই দেখতে পাই তাহলে সাথে সাথে তার উপর ঝাপিয়ে পড়বো। ছুরির আঘাতে ছিন্নভিন্ন করে দেবো তার পুরো শরীর। তার তাজা রক্তমাখা শরীরটা নিয়ে যাবো আমার বাড়িতে। কোন একজন সেখানে একটা তাজা লাশের অপেক্ষায় ছটফট করছে! সে অপেক্ষায় আছে কখন আমি একটা তাজা লাশ নিয়ে বাড়িতে পৌছাবো! আর সে লাশটাকে রক্ত শুন্য করে ছিরেছিরে খাবে। কিন্তু আমিতো কোন মানুষকেই খুজে পাচ্ছি না। এদিকে আমার চেহারাটা আরো বেশি ভয়ংকর হয়ে উঠছিলো। আমার ঠোঁট বেদ করে ...