গল্প : ইরা গ্যাং - পর্ব ২
এলাকার নামকরা মাস্তান মেয়ে ইরা। সে দিন রাতে যখন ইরা আমার কলারে ধরে বলেছিল 'প্রতিদিন রাতে আমার বাসার নিচে দাঁড়িয়ে বারান্দার দিকে তাকিয়ে কি দেখন?? আমি তখন বলেছিলাম তোমার মতন পেত্নীকে দেখার জন্য তোমার বাসার নিচে আসি না। ইরা আমায় ভালবাসে মনে মনে' তাই আমার এই কথা শুনে রাগে ফুলতে থাকে আর ওর চোখে জল চলে আসে। আমি এইসব কান্না পাত্তা না দিয়ে বাসায় এসে চিৎপটাং হয়ে ঘুম দিলাম। - - পরের দিন দুপুরবেলা আমার আকাশের সাথে দেখা। আকাশ আমাদের বাড়িওয়ালা আংকেলের ছেলে। আমার কাছের বন্ধু বলতে পারেন। আকাশ আমায় দেখে এগিয়ে এসে বলল কোথায় যাস? আমি বললাম ' চা খাব। আমি আর আকাশ রাস্তা দিয়ে হাটছি। যাচ্ছি মন্টু ভাইয়ের চায়ের দোকানে তখন দেখি ইরা আর কয়েকটা মেয়ে একটা ছেলেকে খুব পেটাচ্ছে।ছেলেটা পিটুনি খেয়ে বলছে ' আপা আর ভুল করব না এবারের মতন মাফ করে দেন। ছেলেটার পিটুনি দেখে আকাশের পা কাঁপছে। আমি গিয়ে দাঁড়ালাম ইরার সামনে। ছেলেটা আমায় দেখে দৌড়ে এসে পিছনে লুকিয়ে বলল ' ভাইজান বাঁচান আমায়। আমি তাকিয়ে আছি ইরার দিকে। ইরাকে এই এলাকার সবাই ভয় পায় কারণ " ইরা এই এলাকার নামকরা মাস্তান গ্রুপ ইরা গ্যাং এর লিড...