বউ যখন বস
,,,,,,,, বউ যখন বস ,,,,,, , , বসঃহ্যালো মিস্টার রানা। একবার আমার কেবিনে আসুন আমিঃপারব না। বসঃকেন আমিঃসময় নেই। বসঃআমি আপ্নার বস বলছি। আমিঃতাই কি। বসঃআশ্চর্য,,, আপ্নার কি চাকরি করার ইচ্ছে আছে নাকি নেই। আমিঃআমার চাকরি নিয়ে আপ্নার এত মাথা ব্যাথা কেন। বসঃআমি আপ্নার বস।আমি ইচ্ছে করলে আপ্নার চাকরি থাকবে।আর ইচ্ছে না থাকলে চাকরি থাকবে না। আমিঃঠিকয়াছে আসছি।,,, হ্যালো ম্যাডাম (টেবিলে দুইটা থাপ্পর দিয়ে) বসঃবসুন। আমিঃদরকার নেই। আইয়্যাম কমফারটেবল। বসঃদরকার আছে বসুন।আমি যা যা বলি সেইগুলো লিখুন। আমিঃলেখার দরকার নেই আপ্নি বলুন।আমি মুখস্থ করে নিচ্ছি। বসঃঅনেক বড় লিস্ট। আপ্নি মনে রাখতে পারবেন না। আমিঃসেইটা আমার ব্যাপার। বসঃউফ আপ্নি এত কথা বলেন কেন। আমিঃঠিকয়াছে বলুন। বসঃনতুন তিনটা কম্পিউটার আর দুইটা কম্পিউটার টেবিল। আমিঃ এক মিনিট। কম্পিউটার ৩টা আর কম্পিউটার টেবিল দুইটা হবে কেনো এইটাও তিনটা লিখি। বসঃনা আমার বাড়িতে কম্পিউটার টেবিল আছে। আমিঃনতুন স্টাফ নিয়োগ হলো দুইটা আর আপ্নি কম্পিউটার কিনছেন তিনটা আর বাকি একটা কে ব্যাবহার করবে। বসঃআমি বাসায় নিয়ে যাব। আমিঃসেই জন্যে বল্লেন যে আপ্নার ...